, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইলে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক পানিতে

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০২:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ০২:১৪:২০ অপরাহ্ন
টাঙ্গাইলে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক পানিতে ছবি: সংগৃহীত
টাঙ্গাইল জেলার দেলদুয়ারে অবস্থিত বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী একটি ট্রাক পানিতে পড়ে গেছে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। এরফলে দেলদুয়ারের সাথে টাঙ্গাইলের সরাসরি যোগাযোগ সড়ক পথ বন্ধ রয়েছে।

তবে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এটি অত্যন্ত গুরত্বপূর্ণ সড়ক। ব্রিজ ভেঙে পড়ায় এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।

স্থানীরা জানান, বেইলি ব্রিজটি অনেক দিন ধরেই ঝুকিপূর্ণ। এরমধ্যেই অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচল করায় তা আরও নড়বড়ে হয়ে যায়। গতকাল রাতে তেমনি অতিরিক্ত ওজনের বালুবাহী একটি ড্রাম ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এটি ভেঙে পানিতে পড়ে যায়।


দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া