চলতি এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে থাকছে রিজার্ড ডে। বিরূপ আবহাওয়া কিংবা কোনো কারণে নির্দিষ্ট দিনে খেলা অনুষ্ঠিত না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এদিকে সুপার ফোরে ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কার আবহাওয়া জানাচ্ছে, এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে খেলা মাঠ গড়াতে পারে রিজার্ভ ডে-তে।
রিজার্ভ ডে’র নিয়মানুয়ায়ী, নির্ধারিত দিন যেখান থেকে খেলা বন্ধ হবে, পরের দিন ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। এই দুই দলের ম্যাচে রিজার্ভ ডে ধরা হয়েছে ১১ সেপ্টেম্বর।
অন্যদিকে, দর্শকদের জন্যও ভালো খবর দিয়েছে এসিসি। একই টিকিট দিয়ে রিজার্ভ ডে-তেও খেলা দেখতে পারবেন তারা। সেক্ষেত্রে অবশ্যই প্রমাণস্বরূপ টিকিটের অবশিষ্ট অংশ তাদের সঙ্গে থাকতে হবে।