কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানহারা, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান, তথ্য আপা সোহা তামান্না, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান আরমান প্রমুখ।
পরে অনুষ্ঠানে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরো অনেকে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।