, শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আবদুল মান্নান ভূঁইয়া কলেজে ‘শেখ সাদি সেন্টার ফর স্টাডি এন্ড রিসার্চ’এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৮:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ১০:১১:২১ অপরাহ্ন
আবদুল মান্নান ভূঁইয়া কলেজে ‘শেখ সাদি সেন্টার ফর স্টাডি এন্ড রিসার্চ’এর ভিত্তিপ্রস্তর স্থাপন


আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজে  “শেখ সাদি সেন্টার ফর স্টাডি এন্ড রিসার্চ” এর  ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৮ মে) বেলা ১২টায় কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. সৈয়দ শাহান শাহ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি।

এসময় প্রধান অতিথি শেখ সাদি  বলেন, শিক্ষাজীবনে বইয়ের বিকল্প কোনো কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমকে একাডেমিক কাজে সঠিক ব্যবরহার করার প্রতি গুরুত্বারোপ করেন।


আলোচনা সভাশেষে  প্রধান অতিথি “শেখ সাদি সেন্টার ফর স্টাডি এন্ড রিসার্চ” এর চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ  প্রফেসর সূর্য কান্ত দাস, নরসিংদী সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোমতাজ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার, সহকারী অধ্যাপক সানজিদা আহমদে, বেগম রোকেয়া সুলতানা, আব্দুস সাত্তার সিকদার, খাদেম রসুল সরকার, নাসরিন আক্তার, মো. সোহেল খান প্রমুখ।