, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির জাদুকরী গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৩ ০৮:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৩ ০৮:১৯:৩৭ পূর্বাহ্ন
মেসির জাদুকরী গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
কাতার বিশ্বকাপ শেষ হওয়ার ৯ মাসের মধ্যে আবারও শুরু হলো পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব। ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার মিশনে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির একমাত্র জাদুকরী গোলে লাতিন আমেরিকার বাছাইয়ের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। 

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বসবে ফুটবলের ২৩তম বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন টুর্নামেন্টটি। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের প্রথম দিনে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৮ মিনিটে মেসির পা থেকে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে আগামী  ১২ সেপ্টেম্বর লা পাজে অনুষ্ঠিত হবে। 
 
এদিকে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বও শুরু হবে এ বছরই, এশিয়ায় আগামী মাস থেকে ও আফ্রিকায় নভেম্বর থেকে। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে আগামী বছর। ইউরোপের বাছাইপর্ব শুরু হবে ২০২৫ সালে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস