, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ এগোলেন বাংলাদেশের আজিজ খান

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ এগোলেন বাংলাদেশের আজিজ খান ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, আজিজ খানের অবস্থান ৪১তম।

প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার। এর আগে গত বছর ফোর্বসের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ১০০ কোটি মার্কিন ডলার। এবার আজিজ খান তালিকায় এক ধাপ এগোনোর পাশাপাশি সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার।

বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে একটি সামিট গ্রুপ। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি-বাণিজ্যসহ তাদের নানামুখী ব্যবসা রয়েছে। বাংলাদেশের নাগরিক ৬৮ বছর বয়সী আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা।

এ ছাড়া সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। এটি সিঙ্গাপুরে নিবন্ধিত। তাই এটি বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে।

ফোর্বস জানিয়েছে, বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন মুহাম্মদ আজিজ খানের কন্যা আয়েশা খান।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ