ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বড় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। নিহতের নাম শফিকুল ইসলাম।
আহত দুজনের নাম ওয়াহিদা আক্তার ও সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের পর বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইনসপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেলে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। এ সময় নিচ দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুজন যাত্রীসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে রিকশাচালককে মৃত ঘোষণা করা হয়। আহত যাত্রী দুজন শিক্ষার্থী। তারা চিকিৎসাধীন।
ঢামেকের জরুরি বিভাগ থেকে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় রিকশাচালককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।