, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাস্তবে এই প্রথম খেলবো : শিরিন শিলা

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ০৩:৫৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ০৩:৫৯:৪৩ অপরাহ্ন
বাস্তবে এই প্রথম খেলবো : শিরিন শিলা ছবি: সংগৃহীত
আট দলের অংশগ্রহণে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশের শোবিজ তারকাদের নিয়ে জমজমাট আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। 

জানা গেছে, প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট। এ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট। অনুষ্ঠানে ৮ দলের দল অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন।

এদিকে, অভিনয়ের পাশাপাশি খেলা নিয়ে শিরিন শিলার আগ্রহ রয়েছে। আগ্রহ থেকেই এবার সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। 

 শিরিন শিলা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড- ক্রিকেট খেলব। সবসময় খেলোয়াড়দের খেলতে দেখলেও এবার আমরা সেলিব্রেটিরা খেলবো। সাকিব আল হাসানকে ফলো করেই খেলবো। তবে বাম হাতে বল করে নয়, ডান হাতেই বল করবো।’

এর আগে কখনো ক্রিকেট খেলেছেন কি না এমন প্রশ্নে শিলা বলেন, ছোটবেলায় অনেক কিছুই খেলেছি। তবে ক্রিকেট নয়। ক্রিকেট খেলা হয়েছে কেবল পর্দায় কিংবা কাজের জন্য। বাস্তবে এই প্রথম খেলবো।’
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া