, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আগামী সপ্তাহে ঝড়ের শঙ্কা

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৬:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৬:৪৯:১৫ অপরাহ্ন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আগামী সপ্তাহে ঝড়ের শঙ্কা
পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। তবে এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব সাগরে এখনও পড়েনি। তাই সমুদ্র বন্দরে এবং নদী বন্দরে এখনও কোনও সতর্কতা সংকেত দেখাতে বলেনি অধিদফতর।

আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়, পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করা চাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। যদি আরও ঘনীভূত হয় তাহলে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এইক্ষেত্রে আমাদের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুযায়ী,  এটি যদি আরও ঘনীভূত হয় তাহলে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।

ইতোমধ্যে বাইরের বেশ কিছু গণমাধ্যম চলতি মাসের মাঝামাঝি একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী ইতোমধ্যে লঘুচাপ সৃষ্টি হয়েছে৷ সেটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছেও। এখন এটি আরও ঘনীভূত হওয়ার পালা। ঝড়টি আগামী ১৩ থেকে ১৬ মে এর মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছে তারা।

প্রসঙ্গত, ঝড় সৃষ্টি হলে তার নাম হবে মোচা, নামটি ইয়েমেনের দেওয়া বলে জানা যায়৷

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, নেত্রকোনা, খুলনা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাগুলোর উপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সর্বশেষ সংবাদ