চিরপ্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট প্রেমীদের মাঝে অন্যরকম আবেদন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে গ্যালারিতেও থাকে উপচে পড়া ভীড়। টিকিট নিয়েও লেগে যায় কাড়াকাড়ি। এবার ওয়ানডে বিশ্বকাপকে ঘিরেও এর ব্যক্তিক্রম হচ্ছে না। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের একটি টিকিটের দাম উঠেছে ৫৭ লাখ রূপি!
হিন্দুস্থান টাইমস সহ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাপে ডাউন হয়ে গেছে টিকিট বিক্রির দায়িত্ব নেওয়া ভারতীয় ওয়েবসাইট ‘বুকমাইশো’। তাতে অনেকে পড়েছেন ভোগান্তিতে। সামাজিক মাধ্যমে খোদ ভারতীয়রাই প্রমাণসহ দেখিয়েছেন, ‘বুকমাইশো’ অ্যাপে ঢোকা যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর ঢুকতে পারলেও দেখেন, কোনো টিকিট নেই।
অনেকেই পছন্দের ম্যাচের টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। টিকিট ছাড়া মাত্রই কিনে নিচ্ছেন কালোবাজারিরা। যারা মূলত বুকমাইশো থেকে টিকিট কিনে চড়া দামে বিক্রি করছে। বুকমাইশো থেকে টিকিট কিনে তারা বিক্রি করছে আরেক ওয়েবসাইট ‘ভিয়াগো’তে। সেখানেও টিকিট বিক্রি হচ্ছে চড়া মূল্যে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভিয়াগোগোতে মাঠের এক অংশের টিকিট পাওয়া যাচ্ছে ২১ লাখ রুপিতে। মাঠের আরেক অংশের টিকিটের মূল্য ছুঁয়েছে ৫৭ লাখ রুপি। টিকিট নিয়ে এমন কাণ্ডে সমর্থকেরা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসির সমালোচনা করছেন।