, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অনুমোদন থাকলেও ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে’ উঠতে চাইছে না বাস

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০৮:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০৮:০১:৫১ অপরাহ্ন
অনুমোদন থাকলেও ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে’ উঠতে চাইছে না বাস
এবার রাজধানীর যানজট কমাতে খুলে দেয়া হয়েছে ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। গত শনিবার ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন। জনসাধারণের জন্য খুলে গত রবিবার ৩ সেপ্টেম্বর সকাল ৬টায়।

কিন্তু অনুমোদন থাকার পরেও ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে’ উঠছে না বাস-মিনিবাস। অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন দ্রুতগতির এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-মিনিবাস উঠছে না? এ বিষয়ে জানতে বেশ কয়েকজন বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললে তারা জানান, উপর দিয়ে গেলে যাত্রী সংকটে পরতে হবে তাদের।

এদিকে আজিমপুর থেকে উত্তরা চলাচল করে ‘বিকাশ’ বাস। নাম প্রকাশে অনেচ্ছুক এ বাসের এক ড্রাইভার বলেন, আমাদের বাসের অনেক যাত্রী বনানী, মহাখালী নামে। কিন্তু উপর (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) দিয়ে গেলে ওই যাত্রীগুলো আমাদের বাসে উঠবে না। ফলে আমরা যাত্রী সংকটে পরবো।

গাজীপুর থেকে গুলিস্তান চলাচল করে ‘গাজীপুর পরিবহন’ বাস। এ বাসের কয়েকজন ড্রাইভার ও কন্ট্রাক্টরের মুখে একই সুর। তারা বলছেন, উপর দিয়ে গেলে দ্রুত যাওয়া যাবে কিন্তু অনেক যাত্রী হারাতে হবে। আবার ৩ থেকে ৪ কিলোমিটারের জন্য ১৬০ টাকা টোল দিতে হবে।  ফলে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হবে। এ ছাড়া উপর দিয়ে গেলে খিলক্ষেতসহ মাঝপথের যাত্রী তোলা যাবে না।
 
এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পথচারীদের হাঁটাচলা নিষেধ। এ কারণে বাস-মিনিবাস ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ দিয়ে চললে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে না। বাস-মিনিবাস কোম্পানির মালিকেরা বলছেন, এই উড়ালসড়ক দিয়ে গাড়ি চললে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে না বলেই ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে’ বাস-মিনিবাস উঠছে না।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান