, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মুফতি ফয়জুল করীমকে কেবিনে স্থানান্ত

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০৭:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০৭:৫৮:৪৬ অপরাহ্ন
মুফতি ফয়জুল করীমকে কেবিনে স্থানান্ত
এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে পিআইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি অধ্যাপক ডাক্তার জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ।

এর আগে গত ৩ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্বরে সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন।

উন্নত চিকিৎসার জন্য সোমবার ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু