আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদীতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করতে নদীর দুপাড়ে হাজার হাজার নারী পুরুষ ও শিশু দর্শকের ভিড় ছিল লক্ষণীয়। শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মানিক তরী প্রথম স্থান অধিকার করে। রানার আপ হয় একই উপজেলার গাবসারা এলাকার একতা এক্সপ্রেস। শেষে অতিথিরা প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি মোটর সাইকেল ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী সাগর তরীর হাতে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন।
উক্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও এক সভায় শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।