চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াতে আর অল্প কিছু সময় বাকি। যেখানে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল মাঠে নামার আগেই বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানালো অন্যরকমের এক সুখবর। জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান আরও একবার উঠে এসেছে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
আজ বুধবার আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের আপডেটে দেখা গেল সাকিবের এই উন্নতি। ৬২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নাম্বারে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন তিনি। সাকিবের মতোই সুখবর পেয়েছেন আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ।
বোলার র্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে এসেছেন তিনি। বর্তমানে অবস্থান করছেন ২৯ নাম্বারে। এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচ না খেলা মুস্তাফিজ এখনো আছেন র্যাঙ্কিংয়ের ২১তম স্থানে। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো যথারীতি শীর্ষেই আছেন সাকিব। ৩৭২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরেই আছেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় স্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর পয়েন্ট ৩০২। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মতোই বোলার এবং ব্যাটারদের শীর্ষস্থানেও কোন পরিবর্তন আসেনি। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।