, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসি ওরস্যালাইনকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০১:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০১:৫২:১৪ অপরাহ্ন
৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসি ওরস্যালাইনকে শাকিব খানের লিগ্যাল নোটিশ
এবার চুক্তিভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করায় এসএমসি ওরস্যালাইনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রতিষ্ঠানটির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

এদিকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি আজ বুধবার ৬ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, এসএমসির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শাকিব খানের চুক্তি ছিল। সে অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই চলতি বছর বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। ফলে চুক্তিভঙ্গের কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠানো হয়েছে।
 
সেই লিগ্যাল নোটিশে বলা হয়, চুক্তিভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করায় শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি ও বিভিন্ন অসুবিধা হয়েছে। ফলে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেবেন শাকিব খান।

জানা গেছে, এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন শাকিব খান। প্রতিষ্ঠানটির সাথে ২০১৯ সালের ৭ মার্চ চুক্তি হয় শাকিব খানের। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের করা বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস