, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশের সার্জেন ও কনস্টেবলকে পেটানোর অভিযোগ ববির তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০১:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০১:২০:১৯ অপরাহ্ন
পুলিশের সার্জেন ও কনস্টেবলকে পেটানোর অভিযোগ ববির তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে
ববির প্রতিনিধি আজমাইন সাকিবঃ কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোয় মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিরুদ্ধে। পরে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় মারধরকারী ৩ ছাত্রকে আটক করে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপারেশন) মো. ফজলুর রহমান জানান, আটক ৩ ছাত্র কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেখানে দায়িত্বরত সার্জেন্ট মনিরুল ইসলাম মোটরসাইকেলটি আটক করে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট মনিরুল ও কনস্টেবলকে মারধর করেন তারা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার ও হামলাকারী ৩ জনকে আটক করা হয়েছে। 

এদিকে ছাত্র আটকের খবরে রাত পৌনে ১০টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন সহাপাঠীরা বিচারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং পরবর্তীতে সময় এরকম ঘটনা যদি না পুনরাবৃত্তি না হয় সে দাবী জানায়।

বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। ছাত্ররা রাত সোয়া ১০টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবহন চলাচল স্বাভাবিক হয়। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম রাত পৌনে ১১টায় বলেন, ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। আটক ছাত্রদের বিষয়ে সমাধান করতে একটি প্রতিনিধি কোতোয়ালী থানায় যাচ্ছে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান