, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


এশিয়া কাপের সুপার ফোরের সূচি

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ১২:৫০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ১২:৫০:৪৪ অপরাহ্ন
এশিয়া কাপের সুপার ফোরের সূচি
আফগানদের হারিয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিলো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। অপেক্ষা ছিলো শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ থেকে পরের রাউন্ডে কোন দল যায় দেখার। রোমাঞ্চকর লড়াই শেষে ২ রানে হেরে বিদায় নিয়েছে রশিদ খানরা। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে চার দল।

এদিকে সুপার ফোরের সূচি আগেই করা ছিলো। কিন্তু কলম্বোতে এই সময়ে বৃষ্টির আশঙ্কা থাকায় ভেন্যু বদলের গুঞ্জন থাকলেও তা আর হচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার কারণে পূর্ব নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও মাত্র চারটি ম্যাচ আয়োজন করবে তারা। যার শেষটিতে বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

আগামী ৯ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে দাসুন শানাকার দলের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। কলম্বোতে ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই মাঠ ও সময়ে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তৃতীয়টি খেলবে বাংলাদেশ।