, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিরাপত্তায় মুগ্ধ হয়ে প্রশংসা পত্র লিখে রেখে গেলেন ব্যর্থ চোর

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ১২:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ১২:৪০:২১ অপরাহ্ন
নিরাপত্তায় মুগ্ধ হয়ে প্রশংসা পত্র লিখে রেখে গেলেন ব্যর্থ চোর
এবার বেশ ফন্দি এঁটে চুরি করতে ব্যাংকে ঢুকেও খালি হাতে ফিরতে হয়েছে চোরকে। এই ঘটনা অস্বাভাবিক নয়। তবে পরের কাণ্ড চমকে দেওয়ার মতো। চুরি করতে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার আগে চিঠি লিখে গেছেন তিনি। সেখানে রীতিমতো ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন। চিঠি দেখে অবাক পুলিশ থেকে ব্যাংক কর্তৃপক্ষ।

এ ঘটনাটি ঘটেছে সম্প্রতি ভারতের তেলেঙ্গানার গ্রামীণ ব্যাংকের একটি শাখায়। রাতে ব্যাংকে ঢুকে লকার পর্যন্ত পৌঁছে যায় চোর। কিন্তু কিছুতেই ভাঙতে পারেননি তালা। শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যেতে হয় চোরকে। 

তবে যাওয়ার আগে ব্যাংককর্মীদের জন্য একটি চিঠি লিখে যান রসিক চোর। সেখানে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। চিঠিতে লেখা ছিল, ‘ভালো ব্যাংক, এক কানাকড়িও  নিতে পারিনি। তবে আমার আঙুলের ছাপ পাওয়া যাবে না। তাই আমাকে খোঁজার চেষ্টার দরকার নেই।’

এর পরদিন সকালে ব্যাংককর্মীরা এই চিঠি পান। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ সদস্যরা। দেখা যায় রাতে চোর ঢুকেছিল ব্যাংকে। তিনি লকার খোলারও চেষ্টা করেন। এক সময় রণে ভঙ্গ দিয়ে ব্যাংক ছেড়ে চলে যান।

এদিকে পুলিশ জানিয়েছে, চোর মুখোশ পড়ে এসেছিল। এ ছাড়া গ্লাভস পরে থাকায় মেলেনি হাতের ছাপও। তবে কোনো অর্থ-সম্পদ খোয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্মীরা। সেই সাথে চোরের প্রশংসাসূচক চিঠিতে অবাক সকলে।  
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি