, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ইন্ডিয়া থেকে ভারত হলে? আইপিএল হয়ে যাবে বিপিএল?

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ১২:০৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ১২:০৫:২৫ অপরাহ্ন
ইন্ডিয়া থেকে ভারত হলে? আইপিএল হয়ে যাবে বিপিএল?
এখন ভারতজুড়ে চলছে নতুন এক আন্দোলন। বর্তমানে বিশ্বব্যাপী ইন্ডিয়া নামে পরিচিত হলেও আনুষ্ঠানিকভাবে নিজেদের ভারত বলেই পরিচয় দেওয়ার কথা ভাবতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। ব্রিটিশ শাসকদের দেওয়ার নাম থেকে সরে আসার চিন্তা শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হচ্ছে জি-টোয়েন্টি সামিট। তার আমন্ত্রণপত্রের একটি ছবি ভাইরাল হয়েছে। আমন্ত্রণপত্রে আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার না করে ভারত ব্যবহার করা হয়েছে।

আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া না লিখে লেখা হয়েছিল প্রেসিডেন্ট অব ভারত। এদিকে বহুদিন ধরেই নিজেদের দেশের নাম পরিবর্তনের দাবি করছিল ভারতীয়রা। সরকারিভাবেই এখন এই শব্দ ব্যবহার করার পর রীতিমতো ঝড় বইছে ভারত জুড়ে। সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ যেমন গতকাল বিশ্বকাপের দল ঘোষণায় বিসিসিআই ‘টিম ইন্ডিয়া’ লেখায় একটু বকে দিয়েছেন, বলেছেন ‘টিম ভারত’ লিখতে।

এর আগেই আরেক টুইটে শেবাগ বলেছেন, বিশ্বকাপে বিরাট কোহলিদের জার্সিতে ভারত লিখতে, ‘আমি সবসময় বিশ্বাস করি, নাম এমন হওয়া উচিত যা আমাদের মধ্যে গর্বের জন্ম দেয়। আমরা ভারতীয়, ইন্ডিয়া নামটা ব্রিটিশরা দিয়েছিল এবং বহু আগেই আনুষ্ঠানিকভাবে আমাদের আদি নাম ‘ভারত’-এ ফেরত যাওয়া উচিত ছিল। আমি বিসিসিআইকে বলব এবারের বিশ্বকাপে আমাদের ছেলেদের বুকে যেন ভারত লেখা থাকে।’

এখন যেভাবে রব উঠেছে, তাতে পার্লামেন্টেও এ নিয়ে আলোচনা হওয়া সময়ের ব্যাপার। যদি সত্যি সত্যি আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে তবে ক্রীড়াঙ্গনে কেমন প্রভাব পড়বে? চলুন দেখে নেওয়া যাক-

বিসিসিআই থেকে বিসিসিবিঃ একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিবি নামে পরিচিত ছিল। ভারতের নাম পরিবর্তিত হলে সে নাম আবার ফিরে আসতে পারে ক্রিকেটে। কারণ, বিসিসিআই এর আই অক্ষরটি ইন্ডিয়া শব্দের কল্যাণে। সেটা ভারত শব্দ দিয়ে পবদলে দিলে বিসিসিয়াই হয়ে যাবে বিসিসিবি।

টিম ভারতঃ শেবাগ এরই মধ্যে দাবি করে ফেলেছেন, টিম ইন্ডিয়াকে এখন থেকে টিম ভারত বলতে। সেক্ষেত্রে বাংলা ভাষায় যেমন ভারতীয় লেখা হয়, তেমনি ইংরেজিতে লেখার সময়ও এখন ভারতীয় ক্রিকেটার শব্দটা ব্যবহার করতে হবে। ধারাভাষ্যকারদেরও ইন্ডিয়ান টিম না বলে ভারতীয় টিম বলাটা অভ্যাস করতে হবে।

বিপিএল এবং বিপিএলঃ বিসিসিবি হলে সমস্যা নেই। কিন্তু আইপিএলের কী হবে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই সংক্ষেপে আইপিএল বলা হয়। ইন্ডিয়া থেকে ভারত হলে সেটা বিপিএল হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, বিপিএল নামে আরেকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিমধ্যে চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অর্থে, প্রতিপত্তিতে যোজন যোজন এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইপিএলের নাম পাল্টে ভারত বা ভারতীয় প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল করে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পারবে নিজেদের লিগের নাম অপরিবর্তিত রাখতে?

বেস্ট ফ্রেন্ড ফরএভার (বিএফএফ)ঃ একই সমস্যা ফুটবলেও দেখা দিতে পারে। বর্তমানে দেশটির ফুটবল ফেডারেশনের নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। ইন্ডিয়া থেকে ভারত হয়ে গেলে, সেটা ভারত ফুটবল ফেডারেশন হবে অর্থাৎ বিএফএফ। ওদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংক্ষিপ্ত রূপও বিএফএফ।  
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন