, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের বিদায়ে বিপদ বাড়ল বাংলাদেশের

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৫:০৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৫:০৯:১৯ অপরাহ্ন
সাকিবের বিদায়ে বিপদ বাড়ল বাংলাদেশের
আজ নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। শুরু থেকেই দারুণ কিছু শটে আশাও দেখিয়েছিলেন। কিন্তু হতাশ করেছেন তিনি। বাজে শটে উইকেট বিসর্জন দিয়ে দলে চাপে ফেলেছেন আরও। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। উইকেটে সেট হয়েও টিকতে পারেননি আরেক ওপেনার অধিনায়ক তামিম ইকবাল খান। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। 

শুরু থেকেই দারুণ কিছু শটে আশাও দেখিয়েছিলেন। কিন্তু হতাশ করেছেন তিনিও। বাজে শটে উইকেট বিসর্জন দিয়ে দলে চাপে ফেলেছেন আরও। আজ মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেটে ৭৩ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৮ এবং তাওহিদ হৃদয় ২ রানে উইকেটে আছেন।

দলীয় ১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর শান্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন সাকিব। ৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিলেন। উইকেটে নেমেই খেলতে থাকেন টি-টোয়েন্টি স্টাইলে। দারুণ কিছু শটে আদায় করে নেন বাউন্ডারিও। তবে ব্যক্তিগত ২০ রানে গ্রাহাম হিউমের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। ফলে ফের চাপে পড়ে যায় টাইগাররা।

এর আগে এদিন রানের খাতা খোলার আগে নিজের প্রথম বলে আউট হয়েছেন লিটন। জস লিটলের বলটি ছিল ইয়র্কার ধরণের। ব্যাট নামিয়ে ডিফেন্স করার আগেই আঘাত হানে তার বুটে। আইরিশদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন লিটন। এদিনের গোল্ডেন ডাকে ওয়ানডে ক্যারিয়ারে দশম বারের মতো শূন্য রানে আউট হন লিটন।

তামিমের শুরুটা ছিল ভালোই। দারুণ দুটি বাউন্ডারিও আসে তার ব্যাট থেকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ১৪ রানে ফিরেছেন মার্ক অ্যাডাইরের বলে। তার অফস্টাম্পের বেশ বাইরে থাকা বলে পা বাড়িয়ে খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটের কানায় চলে যায় উইকেটরক্ষক লরকান টাকারের হাতে। যদিও আম্পায়ার শুরুতেআউট দেননি। তবে সফল রিভিউতে তাকে ফেরায় আইরিশরা।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন