, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইসিসিতে পাঠানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৩ ০৫:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৩ ০৫:৫৪:১২ অপরাহ্ন
আইসিসিতে পাঠানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল
 এবার ১৫ জনের মূল দলের সঙ্গে বেশ কয়েকজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। কারা আছেন তালিকায় সেটি এখনই প্রকাশ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ১৫ জনের নাম বিশ্বকাপের আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানো হয়েছে, সেটিই যে বহাল থাকবে তারও নিশ্চয়তা নেই। দলে চোটজর্জরতার কারণে এমন পরিস্থিতি।

আজ মঙ্গলবার বাংলাদেশ স্কোয়াড ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে। বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকায় চোটজর্জর বাংলাদেশ অপেক্ষা করবে আরও কিছুদিন। ২৫ অথবা ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। বিসিবি সূত্রে জানা গেছে এ তথ্য।
 
বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত মঙ্গলবার দল ঘোষণা করেছে। কিছুক্ষণ পরই সাউথ আফ্রিকা তাদের বিশ্বকাপ দল প্রকাশ করে। বাংলাদেশও দল চূড়ান্ত করেছে। তবে তা ঘোষণার অযোগ্য! কেননা চোট সমস্যার বিষয়টি বড় করে সামনে চলে এসেছে। লিটন দাস অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপের দলে যোগ দিয়েছেন গ্রুপপর্ব শেষে। ক্ল্যাসিক ব্যাটারের ফেরার স্বস্তির দিনে দুঃসংবাদ হয়ে এসেছে পেশীর চোটে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়া।
 
এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে পারলেও মোস্তাফিজুর রহমান শতভাগ ফিট নেন। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল চোট থেকে ফেরার লড়াইয়ে আছেন। বিশ্বকাপ-পরিকল্পনায় থাকা ইবাদত হোসেনের হাঁটুতে সার্জারি হওয়ায় পেস আক্রমণ ঘিরে আরেকটু সময় নিয়ে ভাবতে হচ্ছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজ চলাকালীন চূড়ান্ত হবে সব। ম্যাচ তিনটি হবে ২১, ২৩, ২৬ সেপ্টেম্বর। আইসিসির নিয়ম মেনে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে বদল আনা যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পরই তাই বিশ্বকাপের চূড়ান্ত দল দেবে বিসিবি। সোমবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘লজিস্টিক কারণে এখন একটা দল দিতে হচ্ছে। কিন্তু মূল দল দিতে হবে ২৭ তারিখের মধ্যে। নিউজিল্যান্ড সিরিজও আমরা দেখব।’
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন