, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, খেলা চালিয়ে যেতে চাই: মেসি

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৩ ০৫:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৩ ০৫:২৬:২৮ অপরাহ্ন
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, খেলা চালিয়ে যেতে চাই: মেসি
গত ২০১৬ সালে অবসর। পরে দলে ফিরে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পরে আবারও অবসরের প্রসঙ্গ। তবে এই প্রসঙ্গ বাইরে রেখে আপাতত খেলা চালিয়ে যেতে চান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমনই খবর বেরিয়েছে। কাতার বিশ্বকাপের পরে পিএসজিতে ফিরে অস্বস্তিতে ছিলেন মেসি। তাতে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।

বর্তমানে ক্লাবটিতে দারুণ ফর্মে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। টানা ৯ ম্যাচে ১১ গোল করে মার্কিন ফুটবলে ব্যাপক সাড়া ফেলেছেন মেসি। মায়ামির জার্সিতে সবশেষ দুই ম্যাচে গোল না পেলেও যুক্তরাষ্ট্রে মেসিম্যানিয়া বিন্দুমাত্র কমেনি।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইএল ফুটবলেরোতে মেসির বক্তব্য প্রকাশ করা হয়েছে। যেখানে মেসি বলেছেন, ‘আমি শারীরিকভাবে বেশ ভালো বোধ করছি। খেলা চালিয়ে যেতে চাই। দলকে সাহায্য করতে পারছি এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই।’

এ সময় মায়ামিকে নিয়ে মেসি বলেন, ‘লিগে আমাদের কেমন অবস্থান, সেটির একটি ভালো পরীক্ষা আমরা দিয়েছি। চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা কি কি করতে পারি সেটিই দেখতে চেয়েছিলাম। প্রতিনিয়ত দল ভালো করছে। আমাদের লক্ষ্য সেরা আটে টিকে থাকা। ম্যাচ বাই ম্যাচ জয় পেলে আত্মবিশ্বাস জোগায়। ধারাটা ধরে রাখতে চাই।’

এদিকে এমএলএসের সবশেষ ম্যাচে বিশ্বসেরার ঝলক দেখতে মাঠে বসেছিল তারার মেলা। প্রিন্স হ্যারি, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেরার্ড বাটলার, জনপ্রিয় সংঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ, লেব্রন জেমসের উপস্থিতি বাড়িয়েছে বাড়তি রোমাঞ্চ। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ম্যাচ দেখতে গিয়ে রীতিমতো উল্লাসে মাতেন তারকারাও। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস