, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন  ২২১ কর্মকর্তা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৩ ১২:৪১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৩ ১২:৪১:০২ পূর্বাহ্ন
উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন  ২২১ কর্মকর্তা ফাইল ছবি
২২১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তাঁদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন দূতাবাসে কর্মরত ছয়জন কর্মকর্তা রয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন ২১৫ জন।

পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের নিয়মিত পদ ৩৩২টি। কর্মরত আছেন ৭২৫ জন কর্মকর্তা।

এটা পদসংখ্যার দ্বিগুণের বেশি। স্থায়ী পদ না থাকায় এমনিতেই অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে, তার ওপর নতুন করে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু (উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা স্থানে) থাকতে হবে। এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচ।

বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতিবঞ্চিতরাও। এতসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পর বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে।
যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তাঁদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর