, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টস হারল বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৩:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৩:৩৭:৪৬ অপরাহ্ন
টস হারল বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার ৯ মে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকেল পৌণে ৪টায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

বর্তমানে ইংল্যান্ডে বর্ষাকাল হাওয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাই সেখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা এ ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লম্বা কিছু অনুশীলন সেশনের প্রয়োজন হয়। তবে বৃষ্টির কারণে সেটাও হয়নি। সফরে একমাত্র অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। 

বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব