এবার ভাত ছাড়া শুধু তরকারি রান্না করায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের ওডিশা রাজের এক ব্যক্তির বিরুদ্ধে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সনাতন ধারুয়া (৪০) নামের ওই ব্যক্তিকে গতকাল সোমবার ৮ মে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাতে রাজ্যের সম্বলপুর জেলার জামানকিরা থানার নুয়াধি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ভাত ছাড়া শুধু তরকারি রান্না করায় স্ত্রীকে তার স্বামী হত্যা করেন বলে অভিযোগ। নিহত গৃহবধূর নাম পুষ্পা ধারুয়া (৩৫)।
জানা গেছে, সনাতন ও পুষ্পার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মেয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। ঘটনার দিন রাতে তাদের ছেলে তার এক বন্ধুর বাড়িতে ঘুমাতে গিয়েছিল।
এক পুলিশ কর্মকর্তা বলেন, রাতে সনাতন বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী পুষ্পা শুধু তরকারি রান্না করেছেন কিন্তু ভাত রান্না করেননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে সনাতন তার স্ত্রীর ওপর চড়াও হন। তিনি ভারী কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।
এরপর সনাতন-পুষ্পা দম্পতির ছেলে বাড়ি ফিরে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় সনাতনকে আটক করা হয়। স্থানীয় জামানকিরা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক প্রেমজিৎ দাস জানান, সোমবার নিহতের ময়নাতদন্ত করা হয়।