এখন শ্রীলঙ্কায় বৃষ্টির মৌসুম। ক্যান্ডিতে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি গত শনিবার ২ সেপ্টেম্বর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের পর আর খেলাই গড়ায়নি এদিন। এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনাল ম্যাচের ভেন্যু কলম্বোতেও চলছে বৃষ্টি। তাই সেই ম্যাচগুলোও ভেসে যাওয়ার শঙ্কা আছে। যে কারণে ম্যাচগুলো এই ভেন্যু থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। হাই ভোল্টেজ সেই ম্যাচের উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। তাতে অবশ্য পাকিস্তান নিশ্চিত করেছে সুপার ফোর। আর অপেক্ষা বেড়েছে ভারতের। ক্যান্ডির পাশাপাশি গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে কলম্বোতেও। সেখানে সুপার ফোরের পাঁচটি ম্যাচ ও ফাইনালও হওয়ার কথা।
কিন্তু বৃষ্টির কারণে সেখানে খেলা হওয়া প্রায় অসম্ভব। তাই সুপার ফোরের খেলাগুলো পাল্লেকেলে ও ডাম্বুলায় সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। এদিকে ক্যান্ডিতে তিনটি ম্যাচ হওয়ার কথা থাকলেও দুটি ম্যাচ হয়ে গেছে। আজ সোমবার ৪ সেপ্টেম্বর নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভেন্যু পরিবর্তনের কথা ভাবা হচ্ছে এ ম্যাচেও।
এদিকে পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারত সেখানে গিয়ে খেলতে আপত্তি জানালে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে অধিকাংশ ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ ভেসে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) একহাত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি।
তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, ভারতের ম্যাচগুলো যদি এসিসি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করত তাহলে এই সমস্যা হতো না। এ সময়ে শ্রীলঙ্কার বৃষ্টির বিষয়টি মাথায় রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তিনি বলেন, 'পুরো বিষয়টাই অত্যন্ত হতাশার। ক্রিকেটের সব থেকে বড় লড়াই বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। পিসিবি চেয়ারম্যান থাকার সময় এসিসি কর্তাদের অনুরোধ করেছিলাম, ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার। অথচ শ্রীলঙ্কায় খেলা আয়োজনের পক্ষে দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।'
সে সময়ে এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো নাজাম শেঠির প্রস্তাবের প্রেক্ষিতে দুবাইয়ের গরমের কথা তুলে ধরেছিল। তবে এক বছর আগে সেপ্টেম্বরে আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ ও ২০২০ সালে সেখানে আইপিএলও আয়োজন করা হয়েছিল। এবার একই ক্ষেত্রে এমন আচরণকে 'খেলা নিয়ে রাজনীতি' বলে আখ্যা দিচ্ছেন শেঠি।