এবার মাদারীপুরে একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে খাবার টেবিলে বসা নিয়ে দ্বন্দ্বের পর এক মা ও তাঁর ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এদিকে আহতরা হলেন হ্যাপি বেগম (৪৬) ও তাঁর ছেলে নাদির হোসেন (৩০)। এই ঘটনায় শনিবার রাতেই মাদারীপুর সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হ্যাপি বেগম তাঁর মামাতো ভাই ফারুক সরদারের বিয়েতে যান।
এরপর শনিবার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে বৌভাত অনুষ্ঠানে যান তাঁরা। পরে খাবার টেবিলে বসা নিয়ে হ্যাপি বেগমের ছেলে নাদির হোসেনের সঙ্গে কবির সরদার ও জাফর সরদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মকবুল সরদারের নেতৃত্বে হ্যাপি বেগম ও নাদির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিয়ের বৌভাত অনুষ্ঠানে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।