, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোহাম্মদ আশরাফুলের পর গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ১০:৩৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ১০:৩৩:৩২ পূর্বাহ্ন
মোহাম্মদ আশরাফুলের পর গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে শান্ত-মিরাজ
চলতি এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মিশনে টিকে থাকার লড়াইয়ের দিনে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কিছুই ছিল। ২০১৭ সালের পর একইদিন দুই সেঞ্চুরিয়ান পেয়েছে লাল-সবুজেরা। বাঁচা-মরার এই ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ আর পজিশন পরিবর্তন করে চারে নেমে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তানের বিপক্ষে তাদের জোড়া সেঞ্চুরিতে ৮৯ রানে জয় তুলে নিয়ে এশিয়ার বিশ্বকাপে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। একইদিনে আরও এক সুসংবাদ টাইগার শিবিরে। সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ওয়ানডে ক্রিকেটের অনার্স বোর্ডে শান্ত ও মিরাজের নাম ওঠেছে। এর আগে, সেঞ্চুরি করে ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুল এই বোর্ডে নাম লিখিয়েছিলেন।

মূলত গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডেতে কেউ পাঁচ উইকেট পেলে কিংবা সেঞ্চুরি করলে মাঠের অনার্স বোর্ডে তার নাম ওঠে। সেই সুবাদেই নাম ওঠেছে শান্ত-মিরাজের। এদিন তাসকিনের সামনেও সেই সুযোগ ছিল। অল্পের জন্য পাঁচ উইকেট নিজের ঝুলিতে তোলা হয়নি। ৪৪ রান খরচায় ৪ উইকেট নিয়েই ক্ষান্ত থেকেছেন এই পেসার।

গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর)দিবাগত রাতেই অনার্স বোর্ডে শান্ত-মিরাজের নাম ওঠার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিসিবি জানিয়েছে, বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।

এদিকে দলীয় ৬৩ রানে দুই উইকেটের পতনের টাইগারদের ইনিংসের নেতৃত্ব দিয়েছেন মিরাজ-শান্ত। গড়েছেন এশিয়া কাপে সর্বোচ্চ ১৯৪ রানের জুটি। ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন মিরাজ, অন্যদিকে নামের পাশে ১০৪ রান যোগ করেছেন শান্ত।
সর্বশেষ সংবাদ