, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১০ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যত টাকা টোল আদায়

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ০৭:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ০৭:২৮:৪৪ অপরাহ্ন
১০ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যত টাকা টোল আদায় ছবি: সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রথম দিন রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ ঘণ্টায় সাত লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে মোট ৯ হাজার ৪৪০টি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবির) সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে বিমানবন্দর প্রান্তে টোল দিয়েছে পাঁচ হাজার ৮০০ গাড়ি।

কুড়িল প্রান্তে এক হাজার ১৩, বনানী প্রান্তে ৯৩২ তেজগাঁও প্রান্তে এক হাজার ৬৯৫টি গাড়ি টোল দিয়েছে।যান চলাচলের জন্য আজ রবিবার থেকে চালু করা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সকালের দিকে যানবাহন কম থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি।

বাস একেবারে নেই বললেই চলে। শুধু কিছু বিআরটিসির বাস চলতে দেখা গেছে।  শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আজ এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যান চলাচল করতে পারছে।

সরেজমিনে দেখা যায়, সকালে উড়ালপথে যানবাহন কম উঠলেও, বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। প্রথম দিন উড়ালপথে ওঠা বেশির ভাগ যানবাহনই ব্যক্তিগত গাড়ি। বিভিন্ন পয়েন্টে টোল বুথ আছে। সেখানে নির্ধারিত টোল দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ১০ থেকে ১৪ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট আসা যাচ্ছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর