, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইউটিউবে মা-বাবাকে সন্তান পালনের পরামর্শ দাতা শিশু নির্যাতনের দায়ে গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ০৩:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ০৩:২২:৫৮ অপরাহ্ন
ইউটিউবে মা-বাবাকে সন্তান পালনের পরামর্শ দাতা শিশু নির্যাতনের দায়ে গ্রেপ্তার
নিজের ইউটিউবে সন্তান লালন পালনে বাবা-মায়ের করণীয় বিষয়ে পরামর্শ দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন এক নারী। পরে ৪১ বছর বয়সী ওই নারী নিজের শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের উথা রাজ্যে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা 

ওই নারীর নাম রুবি ফ্র্যাঙ্ক, তার একটি ইউটিউব চ্যানেল ছিল, যার সাবস্ক্রাইবার ছিল ২৫ লাখ। বুধবার রাতে তিনি তার ব্যবসায়ীক পাটনারকে নিয়ে গ্রেপ্তার হয়েছেন। ফ্র্যাঙ্ক ছয় সন্তানের জননী, সম্প্রতি তার ভিডিওগুলো একটি অনলাইন প্লাটফর্মে প্রচার করা হয়। এ ঘটনায় আরও দুই নারীকে অভিযুক্ত করা হয়েছে। 

এদিকে ফ্র্যাঙ্কের বিরুদ্ধে তার প্রতিবেশী জননিরাপত্তা বিভাগের কাছে অভিযোগ করেন, তার ১২ বছর বয়সী এক ছেলে অন্যের বাড়িয়ে প্রবেশ করে জানালার গ্রিল বেয়ে খাবার ও পানি চায়। পরে প্রতিবেশীরা আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানালে তারা ছেলেটিকে একটি হাসপাতালে নিয়ে যায়। কারণ সে অসুস্থ ছিল। 
 
ফ্র্যাঙ্কের ১০ বছর বয়সী একটি মেয়ের অবস্থাও একই রকম। তাকেও বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তার আরও দুটি শিশুকে ‘শিশু সুরক্ষা সংস্থার’ কাছে রাখা হয়েছে। যদিও আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ফ্র্যাঙ্ক জামিন চেয়েছেন। কিন্তু আদালত তার জামিন না মঞ্জুর করেন।
সর্বশেষ সংবাদ