গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) নির্ধারিত দিনে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মো. আজমত উল্লা খান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা।
এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই ছয় পরিকল্পনার কথা জানালেন। একই সঙ্গে তিনি প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় মাঠে নামেন নৌকা প্রতীকের এই প্রার্থী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজমত জানান, আজ এবং এই মুহূর্ত থেকে আমার প্রচারণা শুরু করলাম। এ সময় তিনি তার ছয়টি পরিকল্পনার বিষয়ে বলেন, ‘একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। জবাবদিহিতামূলক-স্বচ্ছ পৌর প্রশাসন গড়ে তোলা ও আমাদের এই নগরটাকে একটি পরিচ্ছন্ন নগরে পরিণত করা। যাতে আমরা এই শিল্প এলাকায় সুষ্ঠুভাবে অক্সিজেন নিতে পারি, সেই জন্য বনায়নের ব্যবস্থা করা। এটি অন্যতম একটি শিল্প নগরী, এখানে গার্মেন্টেসের সংখ্যা অনেক বেশি। এ ছাড়া সিরামিকস, ফার্মাসিকিক্যালস-বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ এখানে রয়েছে। আমাদের অনেক মা-বোন বিভিন্ন কারখানায় কর্মরত। পেশাজীবী মানুষ অনেকে স্বামী-স্ত্রী গার্মেন্টসে চাকরি করছে, সন্তানের পরিচর্যা করার সুযোগ থাকছে না। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি জোনে একটি করে ডে-কেয়ার এখানে প্রতিষ্ঠিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সরকার টিসিবির মালামাল সরবরাহ করছে। অনেক ক্ষেত্রে গার্মেন্টেসে যারা চাকরি করছেন, যেহেতু তাদের অনেকের চাকরি বিকেল ৫টা পর্যন্ত, সুতরাং অনেকে লাইনে এসে মালামাল নিতে পারছে না। আমি সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে যাতে পাঁচটার পরেও তারা টিসিবির মালামাল সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করা হবে। নির্বাচনে আমি যদি নির্বাচিত হই, এই ব্যবস্থাটি সুনিশ্চিত করা হবে।’
উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।