, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বাঁচা মরার ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
বাঁচা মরার ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
চলতি এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ আজ মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর টাইগাররা রান রেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। টুর্নামেন্টে এখনো না খেলা আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের দলের জন্য তাই এটি নকআউট’ ম্যাচে পরিণত হয়েছে।

আজ রবিবার পাকিস্তানের লাহোরে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত করতে হবে অপেক্ষা। বাংলাদেশের একাদশে আসতে পারে তিনটি পরিবর্তন।

হাঁটুতে চোট থাকার পরও লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। যদিও তিন ওভারের বেশি ব্যাটিং করতে পারেননি। তাকে বিশ্রাম দিয়ে ফাস্ট বোলার হাসান মাহমুদকে খেলানোর সম্ভাবনা রয়েছে। প্রাথমিক দলে না থাকার পরও লিটন দাসের অসুস্থতার কারণে আকস্মিকভাবে এশিয়া কাপের স্কোয়াডে ঢুকেছেন এনামুল হক বিজয়।

নাঈম শেখ অথবা তানজিদ হাসান তামিমের ভেতর কোনো একজন দল থেকে বাদ পড়বেন। আগের ম্যাচে রানের খাতা খুলতে না পারা অভিষিক্ত তানজিদ তামিমের না খেলার সম্ভাবনা রয়েছে। শেখ মেহেদী হাসানের স্থানে জায়গা পেতে পারেন আফিফ হোসেন। ওয়ানডে ফরম্যাটে দুই দলের ভেতর রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তবে চাপটা অবশ্যই বাংলাদেশের উপরই থাকবে।

নাজমুল হোসেন শান্ত বাদে নিজেদের উদ্বোধনী ম্যাচে দলটির ব্যাটাররা ছিল ছন্নছাড়া। বোলাররা শুরুতে স্বাগতিকদের উপর চাপ সৃষ্টি করলেও অল্প পুঁজি থাকায় সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য লাহোরকে অচেনা ভেন্যু বলাই যায়। ২০০৮ সালে গাদ্দাফি স্টেডিয়ামে লাল-সবুজের দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল।

মুশফিকুর রহিম সেই দলের একমাত্র খেলোয়াড় যিনি, আজ মাঠে নামবেন। অপরদিকে, আফগানরা প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে। ইনজুরির কারণে স্কোয়াডে মূল তিন পেসার নিয়ে আসরে খেলছে না শ্রীলঙ্কা। তবুও অপেক্ষাকৃত দুর্বল পেস আক্রমণের বিপক্ষে চরমভাবে ব্যর্থ হয় হাথুরুসিংহের শিষ্যরা।

আফগানিস্তানের পেস তো বটেই, স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। বাঁহাতি পেসার ফজলহক ফারুকীর বিরুদ্ধে বাংলাদেশকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিনটাও খেলতে হবে ঠিকঠাক। আবহাওয়ার পূর্বাভাস বলছে, লাহোরের আকাশ পরিষ্কার থাকবে। সন্ধ্যায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সাম্প্রতিক সময়ে গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটাররা রান পাচ্ছেন। অস্ট্রেলিয়া গত বছর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচে তিন শতাধিক রান করেছিল। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজেও বেশ কয়েকটি হাই স্কোরিং টি-টুয়েন্টি ম্যাচ হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম/এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান/আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।