, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ম্যাচ পরিত্যক্ত, সুপার ফোরে পাকিস্তান

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন
ম্যাচ পরিত্যক্ত, সুপার ফোরে পাকিস্তান
গতকাল বহু কাঠখর পুড়িয়ে ভারতের সংগ্রহ যখন দাঁড়ালো ২৬৬ তখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিল বহুদিন পর ইঞ্জুরি থেকে ফিরে আসা জসপ্রিত বুমরার দিকে। তিনি কি এসেই চমক দেখাবেন, নাকি তুমুল ফর্মে থাকা বাবর-রিজওয়ানরা তুলে নেবেন তাদের জয়! তবে এর কোনো কিছু আর দেখা হলো না। 

এদিকে ঠিক পুরো ব্যাপারটাতে জল ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটে গেলো পাল্লেকেলে। এশিয়া কাপে পাক-ভারতের ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। এতে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিলো।

আর এর মধ্য দিয়ে পাকিস্তান চলে গেলে এশিয়া কাপের সুপার ফোরে।  আবহাওয়ার বার্তা আগেই জানিয়েছিল বৃষ্টিতে ভেসে যেতে পারে পাক-ভারত ম্যাচ। যথারীতি ভারতের ইনিংসে দুই বার হানা দিয়েছিল বৃষ্টি।

আর শেষে বৃষ্টির কারণে পাকিস্তানের আর ব্যাট করতে নামাই হলো না। প্যাভিলিয়নের দাঁড়িয়েই দুই দলের খেলোয়াড়দের করমর্দনের মধ্য দিয়ে শেষ হলো হাইভোল্টেজের ম্যাচটি।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা