, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিকটক তৈরিতে বাধা দেওয়ায় পুলিশকে মারধর

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ০৯:৪৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ০৯:৪৮:২৭ অপরাহ্ন
টিকটক তৈরিতে বাধা দেওয়ায় পুলিশকে মারধর ছবি: সংগৃহীত
ওসমানী বিমানবন্দরে টিকটক ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় এক আর্মড পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন।

আটককৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকার জুবেল (২৫), জুয়েল (৩৬), জুমেল (২১) ও বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের আবজাল (১৯)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার এক যাত্রীকে বিদায় দিতে ওসমানী বিমানবন্দরে যান ওই চার যুবক। যাত্রীকে বিদায় দেওয়ার পর বিমানবন্দর এলাকায় ভিডিও রেকর্ড শুরু করেন তারা। এসময় উপস্থিত আনসার ও আর্মড পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের উপর চড়াও হন ওই যুবকরা। কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যকে মারধর করেন তারা।

এ ঘটনায় মারধরের শিকার আর্মড পুলিশ সদস্য নয়ন চন্দ্র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। 

এ ব্যপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, এ ঘটনায় রাতে আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে চার যুবককে আটক করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই