, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সংসদের ২৪তম অধিবেশন বসছে রবিবার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ০৮:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ০৮:৫৯:৩৯ অপরাহ্ন
সংসদের ২৪তম অধিবেশন বসছে রবিবার ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আগামী রোববার (৩ সেপ্টেম্বর)। এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন বসবে।

এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদের অধিবেশন কত কার্যদিবস চলবে তা নির্ধারণ করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।

সাংবিধানিক ক্ষমতা বলে গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি সময় ৬০ দিনের বেশি হতে পারবে না। সে অনুযায়ী এ অধিবেশনটি আহ্বান করা হয়েছে। এ অধিবেশন শেষে আগামী অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন বলে সংসদ সচিবালয় সূত্রে থেকে জানা গেছে।

সূত্র আরও জানায়, আগামী রোববার সংসদের বৈঠকে জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গ্রহণ করা হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে ওইদিন মুলতবি হয়। সেই অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর রোববারের বৈঠকও মুলতবি হতে পারে।

এদিকে সংসদের এ অধিবেশনে আলোচিত সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ সহ কয়েকটি আইন উপস্থাপন করা হতে পারে। পাশাপাশি এ অধিবেশনে কয়েকটি আইন পাসও হতে পারে বলে জানা গেছে।
সর্বশেষ সংবাদ