, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উনি আমার বড়, আর বড়দের সম্মান করতে হয়: কোহলিকে নিয়ে বাবর

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ১২:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ১২:৪২:০৮ অপরাহ্ন
উনি আমার বড়, আর বড়দের সম্মান করতে হয়: কোহলিকে নিয়ে বাবর
চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের ক্রিকেট ভক্তরা বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের লড়াই দেখতেও মুখিয়ে আছেন। অনেকে তো কোহলি ও বাবরের মধ্যে তুলনা করেও বিতর্ক উস্কে দিচ্ছেন।

যদিও ভারতের মুখোমুখি হওয়ার আগে কোহলিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর। তিনি জানিয়েছেন কোহলি বয়সে বড় হওয়ায় তার প্রতি সবসময় শ্রদ্ধ রয়েছে তার। এভাবেই কোহলিকে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন বাবর।

এ সময় বাবর বলেন, 'বিতর্কটা ভক্তদের মধ্যে ছেড়ে দেন। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই এখানে পারষ্পারিক শ্রদ্ধা আছে। উনি আমার বড়, আমাদের বড়দের নিয়ে আলাদা সম্মান থাকে, তিনি যে দেশেরই হোন না কেন।'

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অভিষেক ২০০৮ সালে। সময়ের পরিক্রমায় কোহলি নিজেকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফিটনেসের দিক দিয়ে বিশ্বের অনেক তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা এই ভারতীয় ব্যাটার।

অন্যদিকে বাবর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে। পাকিস্তানের সেরা ব্যাটার হলেও নিজেকে এখনও পরিণত করছেন তিনি। বাবর জানালেন কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। কোহলির অনেক সাক্ষাৎকার দেখে অনুপ্রেরণা পেয়েছেন বলে স্বীকার করেছেন বাবর।

এ সময় তিনি বলেন, 'আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যখন ক্যারিয়ার শুরু করলাম, উনার অনেক সাক্ষাৎকার দেখেছি। ২০১৯ সালে উনার সঙ্গে কথা বললাম, যা আমাকে অনেক সাহায্য করেছে। আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না। শুধু ভারত না প্রত্যেক দেশের খেলোয়াড়দের মধ্যেই পারষ্পারিক বোঝাপড়া, শ্রদ্ধা আছে।'
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন