, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যেভাবে দেখবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের লড়াই

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন
যেভাবে দেখবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের লড়াই
অবশেষে গত বুধবার ৩০ আগস্ট মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। উদ্বোধনী ম্যাচে মুলতান স্টেডিয়ামে পাকিস্তান বড় ব্যবধানে নেপালকে পরাজিত করে। আর পরদিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্যান্ডিতে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। মাঝে একদিন বিরতি দিয়ে আজ আবার মাঠে ফিরছে এশিয়া কাপ। 

এদিকে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই ম্যাচটি অ্যাশেজের উত্তাপকে হার মানায়। ২২ গজের লড়াই উত্তাপ ছড়ায় দু’দেশের রাজনীতিতেও। 

ক্রিকেট সমর্থকদের দৃষ্টি এখন বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ এ ম্যাচটির দিকে। কিন্তু দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ভক্তরা দেখতে পারেন এশিয়া কাপের জমজমাট লড়াই।

এবারের এশিয়া কাপের ম্যাচগুলো টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র‍্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। 

এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ। এদিকে হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস