, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জানি গালি খাব, তবু বাবরের চেয়ে কোহলিকেই এগিয়ে রাখব: ওয়াসিম আকরাম

  • আপলোড সময় : ০২-০৯-২০২৩ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৩ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন
জানি গালি খাব, তবু বাবরের চেয়ে কোহলিকেই এগিয়ে রাখব: ওয়াসিম আকরাম
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান মুখোমুখি আর দুই দলের সেরা তারকার তুলনা হবে না! এমন কখনো হয়? এশিয়া কাপে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি, স্বাভাবিকভাবেই তাই বিরাট কোহলি বনাম বাবর আজম তুলনাও চলে আসছে। ওয়াসিম আকরাম এ তুলনায় কোহলিকেই এগিয়ে রাখেন। এ জন্য নিজ দেশের মানুষের কাছ থেকে গালাগাল শুনতে হওয়ার ঝুঁকি আছে জেনেও তুলনাটায় নিজের মত জানাতে কুণ্ঠা নেই পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলারের।
 
এদিকে ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে ওয়াসিম আকরামকে এ ‘ফ্যাসাদে’ পড়তে হয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচপূর্ব আলোচনায় পাকিস্তান কিংবদন্তিকে প্রশ্ন করা হলো – কোহলি আর বাবরের মধ্যে তুলনামূলক ভালো ব্যাটসম্যান কে? আকরাম উত্তরে শুরুতেই বুঝিয়ে দিলেন কেন এমন প্রশ্নের মুখে পড়া ঝামেলার, ‘খুব কঠিন একটা প্রশ্ন। এ জন্যই আমি নির্বাচক হতে চাই না!’

এরপর নিজের বিশ্লেষণ জানিয়ে দিলেন আকরাম, ‘জানি আমার উত্তরের জন্য দেশের মানুষের কাছ থেকে গালাগাল শুনতে হবে, তবে আমি অবশ্যই বিরাট কোহলিকে বাবর আজমের ওপরে রাখব। বাবরও একই পথে এগোচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। ও এ সময়ের সেরাদের একজন। তবে ওর (কোহলির পর্যায়ে যেতে) আরও সময় লাগবে। ও সেখানে পৌঁছে যাবে নিশ্চিতভাবেই, তবে এ জন্য সময় দিতে হবে।’

এ তো গেল দুই দলের তর্কসাপেক্ষে সেরা ব্যাটসম্যানের তুলনা, এরপর দুই দলের স্ট্রাইক বোলারের তুলনায়ও যেতে হলো আকরামকে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর ভারতের যশপ্রীত বুমরার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলো, এ বেলায় অবশ্য তাঁর মতোই বাঁহাতি ফাস্ট বোলারকে বেছে নিয়েছেন আকরাম, ‘যশপ্রীত বুমরার চেয়ে শাহিন শাহ আফ্রিদিকেই এগিয়ে রাখব আমি।

বাঁহাতি পেসার হিসেবে ওকে দেখে (মিচেল) স্টার্কের কথা মনে পড়ে আমার। দুজনই ইনিংসের শুরুতে বোলিং করে, ফুল লেংথে ফেলে উইকেট নেয়ার চেষ্টা করে। দুজনের এ দিকটা আমার ভালো লাগে। ও যদি বড় চোট থেকে মুক্ত থাকতে পারে, তাহলে অসাধারণ একটা ক্যারিয়ার হবে ওর।’
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া