, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চলে যাওয়ার ১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার ছবি 

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০৩:১২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০৩:১২:৩৭ অপরাহ্ন
চলে যাওয়ার ১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার ছবি 
ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক মান্না। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। দেড় দশক হলো তিনি নেই। আজও অনুরাগীদের হৃদয়ের রাজত্বের ভার তার ওপরই আছে। মান্না ভক্তদের জন্য সুখবর হলো, মৃত্যুর ১৫ বছর পর সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি।

মান্না চলে যাওয়ার দেড় দেশক কেটে গেলেও আলোর মুখ দেখেনি তার ‘জীবন যন্ত্রণা’ সিনেমাটি। একাধিকবার পরিকল্পনা করা হলেও পিছিয়ে গেছে। আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক  খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সংগত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঘিরে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।’

ছবিটির মুক্তিতে বিলম্বের কারণ হিসেবে খসরু বলেন, ‘লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে। সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।’

ছবিটির শেষ দৃশ্যটি করে যেতে পারেননি মান্না। তার আগেই নিয়েছেন চির বিদায়। তাই ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় অভিনেতার শহীদ হওয়ার দৃশ্যটি করা হয়েছে বলে জানান ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যকার জাহিদ হোসেন।

২০২১ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জীবন যন্ত্রণা’। প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান