, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সমাবেশস্থলে জুমার নামাজের ব্যবস্থা করলো ছাত্রলীগ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০২:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০২:৫৫:১৩ অপরাহ্ন
সমাবেশস্থলে জুমার নামাজের ব্যবস্থা করলো ছাত্রলীগ
এবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকেল ৩ টায় ছাত্রসমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। আজ শুক্রবার ১ সেপ্টেম্বর জুমার দিন হওয়ায় সমাবেশস্থলেই নামাজের ব্যবস্থা করে ছাত্রলীগ।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফরহাদ আলী বলেন, নামাজের বিষয়টি আমরা সমাবেশের প্রস্তুতির সময়ই গ্রহণ করি। শুক্রবার জুমার নামাজের দিন হওয়ায় কাউকে যেন সমাবেশ থেকে বাইরে না আসতে হয় তাই সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা করা হয়।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আজিজুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র জুম্মার নামাজের ব্যবস্থা থাকছে। দুপুর দেড়টায় বড় জামাত অনুষ্ঠিত হবে। এজন্য একজন হাফেজ মাওলানা ঠিক করে রেখেছি। একই সাথে যারা নামাজ আদায় করবেন তাদের জন্য অজুর ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশস্থলের আশপাশে সারাদেশ থেকে আসা বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নেতাকর্মীরা অপেক্ষা করছে সমাবেশস্থলে প্রবেশের জন্য। প্রবেশপথের ফটকগুলো এরই মধ্যে সম্পন্ন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা