, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সমুদ্রসীমা লঙ্ঘন করায় ২ পর্যটককে গুলি করে মারল কোস্টগার্ড বাহিনী

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ১২:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ১২:০০:৩৭ অপরাহ্ন
সমুদ্রসীমা লঙ্ঘন করায় ২ পর্যটককে গুলি করে মারল কোস্টগার্ড বাহিনী
এবার সমুদ্রসীমা লঙ্ঘন করায় মরক্কোর দুই পর্যটককে গুলি করে হত্যা করেছে আলজেরিয়ার কোস্টগার্ড বাহিনী। গতকাল বৃহস্পতিবার মরক্কোর স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
 
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এতে বলা হয়, মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরের উপকূলে জেট স্কি চালানোর সময় বিলাল কিসি এবং আবদেলালি মারচাউয়ার নামের দুই মরক্কান নাগরিককে গুলি করে আলজেরিয়ার কোস্টগার্ড বাহিনী। পরে সেখান থেকে ইসমেইল স্নাবে নামের আরেক মরক্কান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁকে বুধবার আদালতেও তোলা হয়েছে। 

এ সময় ভুক্তভোগী কিসির ভাই বলেন, গত মঙ্গলবার চারজন জেট স্কিতে ছিল। আমরা পথ হারিয়ে আলজেরিয়াতে চলে গিয়েছিলাম। পরে আমাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আল্লাহকে ধন্যবাদ, আমার গায়ে গুলি লাগেনি। তবে আমার বন্ধু ও ভাইদের দেহে পাঁচটি গুলি লেগেছে। এ নিয়ে মরক্কো সরকারের মুখপাত্র মুস্তাফা বাইতাস বলেন, এটি বিচার বিভাগীয় বিষয়।

এদিকে পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চল নিয়ে আলজেরিয়া এবং মরক্কোর মধ্যে বৈরিতার মধ্যেই এমন ঘটনা ঘটল। আলজেরিয়া ও মরক্কোর সীমান্ত ১৯৯৪ সাল থেকে বন্ধ রয়েছে।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা