চলতি এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সাকিবের দল। তবে নিজের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন টাইগার অধিনায়ক। লঙ্কান্দের বিপক্ষে ২ উইকেট নিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান।
তবে বল হাতে টাইগার অধিনায়ক ছিলেন দারুণ ছন্দে। ১০ ওভার বোলিং করে ২ মেইডেনে ২৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ওয়ানডে ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৩০৭। আর এখানেই সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন সাকিব। এদিকে ওয়ানডে ক্রিকেটে ভেট্টরির উইকেট সংখ্যা ৩০৫। আর লঙ্কানদের বিপক্ষে সাকিব ২ উইকেট নিয়ে ভেট্টরিকে ছাড়িয়ে গেলেন।
ওয়ানডে ক্রিকেটে উইকেটশিকারীদের ১৩তম স্থানে রয়েছেন সাকিব। আর বাঁহাতি বোলারদের বিবেচনায় নিলে সাকিবের অবস্থান চার। আর যদি বাঁহাতি স্পিনারের তালিকায় ধরা হয়, তাহলে সাকিব আছেন দ্বিতীয় অবস্থানে। তার উপরে রয়েছেন শুধুই লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া। শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়কের ওয়ানডে উইকেট সংখ্যা ৩২৩। সনাৎ জয়সুরিয়াকে টপকে যেতে হয়তো সাকিবের বেশি সময় লাগবে না।
জয়সুরিয়া থেকে সাকিব পিছিয়ে আছেন মাত্র ২৬ উইকেটে। তবে বাঁহাতি বোলারদের তালিকা যদি ধরা হয়, তাহলে সাকিবের উপরে এখনও জয়সুরিয়া ছাড়াও রয়েছেন পাকিস্তানের লিজেন্ড ওয়াসিম আকরাম এবং লঙ্কান লিজেন্ড চামিন্দা ভাস। এই দুই লিজেন্ডকে ছোঁয়াটা সাকিবের জন্য বেশ কঠিন। কারণ চামিন্দা ভাসের ওয়ানডে উইকেট সংখ্যা ৪০০ আর ওয়াসিম আকরামের উইকেট সংখ্যা ৫০২।
তবে ব্যক্তিগত রেকর্ড গড়া ম্যাচটি অবশ্যই ভুলে যেতে চাইবেন সাকিব। কারণ বৃহস্পতিবার (৩১ আগস্ট) এশিয়া কাপের প্রথম ম্যাচেই যে শ্রীলঙ্কার কাছে হেরে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পাশাপাশি এখন গ্রুপের দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে টাইগারদের সেমিফাইনালের টিকিট পেতে হলে।