, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সমাবেশে না গেলে হল ছেড়ে চলে যাও: ছাত্রলীগ নেতার অডিও ভাইরাল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন
সমাবেশে না গেলে হল ছেড়ে চলে যাও: ছাত্রলীগ নেতার অডিও ভাইরাল
আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে না গেলে হল থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৩১ আগস্ট দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আলাওল হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের এ নির্দেশ দেন তিনি। তবে অডিওটি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। মোহাম্মদ ইলিয়াস শাখা ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপের একাংশের নেতা। তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

সেই অডিও রেকর্ডে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাবেশের প্রোগ্রাম শুক্রবারে। শুক্রবার ও শনিবার দুদিনই বন্ধ। যদি কারো পরীক্ষা থেকে থাকে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগের প্রোগ্রামে, সংগঠনের প্রোগ্রামের দায়িত্ব পালন করেছি। তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে হলে থাকতেছ। 

তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফর্ম ফিলাপের টাকা লাগলে সেটাও আমি দেই। তোমাদের কোনো প্রয়োজন লাগলে সেটাও আমি মিটাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ, আমরা আগামীকাল রাত্রে রওয়ানা দেব এবং শনিবার একদিন বন্ধ আছে। শনিবারে পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।' 

তিনি আরও বলেন, 'আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। সুতরাং যারা এফ রহমান এবং আলাওল হলে আছো সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া এবং খাবারের ব্যবস্থা এটা আমি করব। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সহায়তা আছে। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না তারা আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে হলগুলো ছেড়ে দিয়ে তোমরা বাইরে চলে যাও।'

এদিকে অডিও রেকর্ডের বিষয়টি স্বীকার করে মোহাম্মদ ইলিয়াস বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ গ্রুপে বলা। কিন্তু সেখানে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়নি। যারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত কেবল তারাই সেই গ্রুপে আছে আমি তাদেরকেই বলেছি। 
সর্বশেষ সংবাদ