, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


লজ্জার হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ১০:২৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ১০:২৭:১৬ অপরাহ্ন
লজ্জার হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
চলতি এশিয়া কাপের এবারের আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ভালো করতে পারেনি দল। নাজমুল হোসেন শান্তর একক লড়াইয়ে ৪২ ওভার ২ বলে মাত্র ১৬৪ রান করেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের দেয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কান দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই শিরীফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে মুশফিকের হাতে গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন দিমুথ করুণারত্নে।

এরপরের ওভারেই আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেটটিও তুলে নেন তাসকিন আহমেদ। টাইগার স্পিডস্টারের বলে বোল্ড আউট হয়ে নিশাঙ্কা সাজঘরে ফিরলে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে ১৫ রান। লঙ্কানদের হাল ধরতে তখন ক্রিজে ছিলেন কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা।

এই সাদিরার কাছেই শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয়েছে টাইগার বোলারদের। ২১ বলে ৫ রান করে মেন্ডিস সাকিবের শিকার হয়ে ফিরে গেলেও সাদিরা একপ্রান্ত আগলে রানের চাকা ঘুরিয়েছেন। চারিথ আসালাঙ্কার সঙ্গে গড়েছেন ৭৮ রানের এক জুটি যাতে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।

দলীয় ১২১ রানে শেখ মেহেদীর বলে সাদিরা স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হয়ে সাজঘরে ফিরেন। আউট হওয়ার আগে তিনি করেছেন ৭৭ বলে ৫৪ রান। এরপরের ওভারেই ধনঞ্জায়া ডি সিলভাকেও ফেরান সাকিব। ফলে ম্যাচে ফেরার কিছুটা আশা জাগে টাইগারদের। তবে শেষ পর্যন্ত টাইগারদের আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।