, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৭:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৭:২৪:০১ অপরাহ্ন
বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ
এবার বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তার সফরে ফ্রান্স থেকে বিমান কেনা এবং দেশটির সহায়তায় বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর চুক্তি করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মণ্ত্রণালয়ে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ’১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট।’

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। ইমানুয়েল ম্যাখোঁর বাংলাদেশ সফর হবে গত ৩৩ বছরের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।
 
এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘ফ্রান্সের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে চায় আমরা। তাদের সঙ্গে আরো দুটো (চুক্তি) করার পরিকল্পনা আছে। ‘তারা কিছু এয়ারবাস বিক্রি করতে চায়। আমরা কিনবো। এর মধ্যে দুটো কারগো বিমান। বাকিগুলো বোয়িং ও এয়ারবাস থেকে।’

এদিকে ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
এর আগে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দ্বিপক্ষীয় ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্যারিস সফরে শীর্ষ নেতাদের বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।
শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে: শিক্ষামন্ত্রী

শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে: শিক্ষামন্ত্রী