আজ অভিষেক ম্যাচটা মনে রাখার মতো হলো না জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে মাত্র দুই বল খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই দুই বলে তিনি রানের খাতা খুলতে পারেননি। মাহেশ থিকিসানার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
আর সে কারণেই এমন অভিষেক স্মৃতির মণিকোঠা থেকে মুছে ফেলতে চাইবেন সেটিই স্বাভাবিক। তবে ডাক মারার পরও এই ম্যাচটি তার জন্য বিশেষ এক ম্যাচ। কেননা তিনি নিজের নাম লিখিয়েছেন ওপেনার হিসেবে অভিষেকে ডাক মারা বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে।
এদিকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে প্রথম ডাক মারা ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাই নুরুল আবেদীন (১৯৮৬)।
এরপর ১৯৮৮ সালে হারুনুর রশিদ ও ২০০২ সালে রফিকুল খান নাম লেখান এই তালিকায়। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তানজিদ তামিম।