, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অভিষেক ম্যাচে তামিমের ডাক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৪:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৪:০৬:১৬ অপরাহ্ন
অভিষেক  ম্যাচে তামিমের ডাক
এবার অভিষেকটা একদমই ভালো হল না তানজিদ হাসান তামিমের। দলে নতুন আসা এই ওপেনার নিজের প্রথম ম্যাচে দ্বিতীয় বল খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হয়েছেন লঙ্কান অফস্পিনার মহীশ তিকশানার বলে। প্রথম বলটাতেও ব্যাট সেভাবে লাগাতে পারেননি, জাগিয়েছিলেন এলবিডব্লিউ’র শঙ্কা। দ্বিতীয় বলে অবশ্য আর ভুল করেননি তিকশানা।
 
এদিকে প্রথম ওভারে স্ট্রাইক পাননি তামিম। দুই প্রান্তে বাঁহাতি ব্যাটসম্যান, আরেকজন মোহাম্মদ নাঈম শেখ। তাই দ্বিতীয় ওভারে রহস্য স্পিনার মহীশ তিকশানার হাতে বল দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা প্রমাণিত হতে দুই বল লেগেছে মাত্র।

অভিষেকে শূন্য রান করা চতুর্থ বাংলাদেশি ওপেনার হলেন তানজিদ হাসান তামিম। আগের তিনজন – হারুনুর রশীদ, নূরুল আবেদীন ও রফিকুল ইসলাম।

এদিকে সব মিলিয়ে তামিমের আগে আরও ১৫ জন বাংলাদেশের হয়ে অভিষেকেই শূন্য রান করেছিলেন। যে তালিকায় রয়েছে আফতাব আহমেদ, গাজী আশরাফ হোসেন লিপু, ইয়াসির আলি, জিয়াউর রহমানদের নাম।
সর্বশেষ সংবাদ
মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী