, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


তিন দিনের তাবলিগ জামাতে পলাশ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৩:২৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৩:২৬:৪৫ অপরাহ্ন
তিন দিনের তাবলিগ জামাতে পলাশ
জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে হাবু ভাইয়ের বিয়েতে দেখা যায়নি। কেন? এই প্রশ্ন নানা মাধ্যমেই উঠে আসে। অবশেষে জানা গেল, পলাশ কোথায় ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। এর জন্য হাবু ভাই অর্থাৎ চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি। 

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন। 

সম্প্রতি চাষী আলমকে জিজ্ঞেস করা হয়েছিল পলাশ বিয়েতে আসেনি কেন, এর জবাবে এই অভিনেতা বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’ 

এদিকে পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়ে। এরপর পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম