, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে নিয়ে দুঃসংবাদ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৯:৪২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৯:৪২:৫১ পূর্বাহ্ন
আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে নিয়ে দুঃসংবাদ
আজ মঙ্গলবার বৃষ্টির শঙ্কা নিয়েই ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে।

এর আগে, টাইগারদের একমাত্র প্র্যাকটিস ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যায়। অনুশীলনেও বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়েই নামবে হবে সিরিজের প্রথম ওয়ানডেতে। আজ ম্যাচের দিনও আছে বৃষ্টির শঙ্কা।

এদিকে আইসিসি সুপার লিগের অংশ এই সিরিজ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা ৭ দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এই সিরিজে আইরিশরা সব ম্যাচ জিতলে সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে তারাই থাকবে সেরা আটে।

বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল ক্যামব্রিজ মাঠে অনুশীলন করলেও ম্যাচের আগের দিন ছাড়া ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জের মধ্যেও জেতার আশা টাইগারদের।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস