, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তুই একজন যোদ্ধা: বন্ধু ইবাদতকে নিয়ে তাসকিন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ১২:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ১২:৩৭:২০ অপরাহ্ন
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তুই একজন যোদ্ধা: বন্ধু ইবাদতকে নিয়ে তাসকিন
অবশেষে আজ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে দলের সাথে শ্রীলঙ্কায় থাকার কথা ছিল পেসার ইবাদত হোসেনের। কিন্তু চোট তাকে এশিয়া কাপ তো বটেই ছিটকে দিয়েছে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলা থেকেও। 

এদিকে অস্ত্রোপচার করানোয় তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে। আর এই যন্ত্রণা ভালোই বুঝেন টাইগার পেস বোলারদের নেতা হয়ে ওঠা তাসকিন আহমেদ। চটের কারণে ২০১৯ বিশ্বকাপ খেলতে না পারা তাসকিনের কান্না এখনো ক্রিকেট অনুরাগীদের পোড়ায়।

আর তাইতো এবার ইবাদতকে সান্ত্বনা দিতে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। জাতীয় দলের পথ চলায় দুজনে ইতোমধ্যে বন্ধুতে পরিণত হয়েছেন।

এদিকে বন্ধু ইবাদতকে উদ্দেশ্য করে তাসকিন বলেন, 'দোস্ত ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তোরে মিস করব। তুই আমাদের অন্যতম সেরা পেস বোলার। সতীর্থ হিসেবেও তুই দারুণ এক ছেলে। আল্লাহ তোরে দ্রুত সুস্থ করুক এবং আমিও কামনা করছি, তুই দ্রুত সুস্থ হয়ে আসবি। তুই একজন যোদ্ধা। আল্লাহ ভরসা। কথা হবে।’

এদিকে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করতে গিয়ে ইবাদত গতকাল (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। টাইগার পেসার লিখেন, 'জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’
সর্বশেষ সংবাদ